সৌদি জমিয়তের সীরাত সেমিনার
জমিয়তে উলামায়ে ইসলাম সৌদি আরব শাখার ‘সীরাত সেমিনার’ ও কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব আন্তর্যাতিক ইসলামীক স্কলার ডক্টর মাওলানা শুয়াইব আহমদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৮ নভেম্বর (শুক্রবার) রাত দশটায় রিয়াদের হাই আল সাহাফার একটি হলরুমে এ অনুষ্ঠান হয়।
শাখা সহ সভাপতি হাফিজ মাওলানা মুখলিসুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মুকসিত ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী নুর ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ রব্বানীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা সাখাওত হোসাইন শরীফ,স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আলী নুর।
বি এন পি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ রিয়াদের সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউ কে জমিয়তের সভাপতি, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব বিশিষ্ট ইসলামি রাজনীতিবিদ ও আন্তর্যাতিক ইসলামিক স্কলার ডক্টর মাওলানা শুয়াইব আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে মহানবী হজরত মুহাম্মদ সা.-এর সীরাত অনুস্বরণ করে প্রতিটি মুসলমান তার জীবন পরিচালনা করার প্রতি গুরুত্বারোপ করেন।
ব্যাক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সীরাত অনুসরণ করে নবীজীর প্রতিটি সুন্নত বাস্তবায়ন করি তাহলে পুরো দুনিয়ায় শান্তি স্মৃংখলা ফিরে আসবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।
প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবের সুফল ধরে রাখতে এবং দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে, দেশ রক্ষার জন্য জনগনকে সুচ্চার থাকার আহবান জানান।