১২ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ডলার

চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে ১০৫ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪২ দশমিক ২ শতাংশ বেশি। গত বছরের আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলার। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
খাত সংশ্লিষ্টরা বলেছেন, রেমিট্যান্সের এই শক্তিশালী প্রবৃদ্ধি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ডলারের ওপর চাপ কমাতে সাহায্য করবে। অবৈধ চ্যানেলে অর্থ পাঠানোর বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ এবং বৈধ পথে তা পাঠানোর জন্য প্রণোদনা প্রদানই মূলত প্রবাসী আয় প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৩৫৩ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ডলার।
এদিকে প্রবাসী আয় ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে রিজার্ভ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসেবে রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ২৪ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী যা ২৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার।