সংগঠন সংবাদ

সুনামগঞ্জ জমিয়তের পরিচিত মুখ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যার বিচার দাবী।

রিয়াদ মহানগর জমিয়ত পূর্ব শাখার কার্যকরি কমিটির বৈঠক

 

প্রেস বার্তা

গত  ৫ সেপ্টেম্বর  শুক্রবার রাতে রিয়াদ মহানগর জমিয়ত পূর্ব শাখার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি হাফিজ মাওলানা মখলিছুর রহমান।

সৌদি আরব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকসিত সভার শুরুতে সম্প্রতি বাংলাদেশে গুম পরবর্তী খুন হওয়া, জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর রুহের মাগফেরাত কামনা করেন। তিনি প্রশাসনের নিকট জোর দাবী জানান, অবিলম্বে গুম খুনে সংশ্লিষ্টদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং আলোচনা করেন, বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুসসালাম পাটওয়ারী,লেখক গবেষক মাওলানা জুবায়েরুল ইসলাম, মাওলানা আলী নূর, মাওলানা ফরিদ উদ্দিন খান,মাওলানা নুর হোসাইন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা শিহাব উদ্দিন, হাফিজ এনাম উদ্দিন, মাহবুব জাদিদ প্রমুখ। হাফিজ মাওলানা মখলিছুর রহমান সাহেবের সমাপনি বক্তব্য এবং মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সভাপরবর্তী বাংলাদেশ থেকে আগত একদল ব্যাবসায়ী নেতৃবৃন্দ, সৌদী প্রবাসী তরুন ব্যাবসায়ী-উদ্দোক্তা হাফিজ এনাম উদ্দিন এর নেতৃত্বে রিয়াদ জমিয়ত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ থেকে আগত মেহমান বৃন্দকে জমিয়তের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

আরও সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button