সংগঠন সংবাদ
নেত্রকোনা বারহাট্টা উপজেলার জমিয়তের কাউন্সিল সম্পন্ন

হাফেজ মাকসুদুল হাসান নেত্রকোনা থেকে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বারহাট্টা উপজেলা শাখার কাউন্সিল আজ ৬ আগস্ট উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। হাফেজ তাফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে মাওলানা আবু সাঈদ ও মাওলানা আরমান হোসেন বাক্কীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জমিয়তের সভাপতি মুফতি তাহের কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও: মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও: রুহুল আমীন নগরী, কেন্দ্রীয় সদস্য মুফতি আনিসুর রহমান, নেত্রকোনা জেলা সহসভাপতি হাফেজ আবুল কাশেম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদুল হাসন, সহসাংগঠনিক সম্পাদক হাফেজ কারী মাছুম বিল্লাহ, নেত্রকোণা জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, উপজেলা জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক মুফতি হেলাল উদ্দিন, বারহাট্টা উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ আনোয়ার হোসেন খায়রুল, সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান, দাওয়াহ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, প্রকাশনা সম্পাদক হাফেজ মাসুদ রানা, সহসভাপতি হাফেজ সালমান আহমেদ, মাওলানা মুবারক উল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন, জেলা ছাত্র প্রচার সম্পাদক আল জিহাদ, ছাত্র জমিয়ত বারহাট্টা উপজেলার আহবায়ক দীন মুহাম্মদ শিপন, যুগ্ম আহবায়ক মাও: আবু সুফিয়ান, সদস্য সচিব মুফতি নাইমুল হাসান
মোহনগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাকসুদুল হাসান মাসুম,ছাত্রনেতা নেতা মুবাশ্বির আহমদ, আব্দুল আউয়াল, আব্দুর রাকিব প্রমুখ।
জমিয়তে উলামায়ে ইসলাম বারহাট্টা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও জমিয়তী শুভেচ্ছা।
কাউন্সিলে হাফেজ তাফাজ্জল হোসেন খান কে সভাপতি, মাও: আবু সাঈদ তালুকদারকে সাধারণ সম্পাদক এবং মুফতি ফেরদৌসুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা জমিয়তের কমিটি ঘোষণা করা হয়।