প্রবাসের সংবাদ

কাতারের সুক হারাজে সালেহ আল জাজিরা ট্রেডিং কন্ট্রাক্টিং কোম্পানীর শুভ উদ্বোধন

 আমিনুল হক কাজল কাতার প্রতিনিধি

প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে বাংলাদেশীদের বহমুখী অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে কাতারের বাণিজ্যিক এলাকা নাজমার সুক হারাজের ১৩১ নং দোকানে বিল্ডিং কন্ট্রাক্টশন সামগ্রীর বিপুল সমাহার নিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশী সালেহ আল জাজিরা ট্রেডিং কন্ট্রাক্টিং কোম্পানী।

কাতার প্রতিনিধি কাজল জানান, উদ্যোক্তা সালেহ আহমদ খোকন মোল্লাকে সাথে  নিয়ে ফিতা ও কেক কেটে প্রতিষ্ষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আবদুল্লাহ আল রাজী দূতালয় প্রধান নাসির উদ্দিন। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট নেতা শহীদুল হক, শাহজাহান সাজু, ইসমাইল মনসুর, দিলীপ কুমার ছোটন, সিআইপি শাখাওয়াত খান, মোহাম্মদ  নূরুজ্জামন, কামাল উদ্দিন, ইয়াকুব খান, বাবু খান,  সহ আরও অনেকে। উদ্যোক্তারা নাজমা ও এর পার্শ্ববর্তী এলাকার প্রবাসীদের কন্ট্রাক্টরদের সুলভমূল্যে বিল্ডিং তৈরির সামগ্রী খুঁচরা ও পাইকারী কেনার আহবান জানান।

আরও সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button