জীবন ও কর্ম

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আগামী ৩০ মে। এ উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। তবে ঈদুল আজহা উপলক্ষে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।

 

মঙ্গলবার (২০ মে) এক যৌথসভায় রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

 

কর্মসূচির মধ্যে রয়েছে-

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর দিন ৩০ মে তার মাজারে পুস্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।

২৯ মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাকি দিনগুলোতে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গরীব-দুস্থদের মাঝে কাপড়, রান্না করা ও শুকনো খাবার প্রদান করা হবে।

 

তাঁতিদল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও কৃষকদলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।

 

কর্মসূচি উপলক্ষে কোথাও কোনো চাঁদাবাজি করলে দলের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জিরো টলারেন্স থাকবে বিএনপির।

আরও সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button