
শাহাদাত হুসাইন
নবীজীর শিক্ষা-তোমরা ছোটদের স্নেহ করো এবং বড়দেরকে করো সম্মান। ছোটদের স্নেহ এবং বড়দেরকে যে সম্মান করে না। তাদের জন্য রয়েছে নবীজির (সা:) পক্ষ থেকে কঠোর হুশিয়ারী। তিনি বলেছেন ‘ছোটদের স্নেহ এবং বড়দের যে সম্মান করে না সে আমার উম্মত নয়’। (তিরমিজি শরীফ)
প্রিয় নবীজী (সা:) এর এই মহান বাণীর একটি অনুকরণীয় দৃষ্টান্ত আছে আমার বাস্তব জীবনে।
ঘটনাক্রমে এই দৃষ্টান্তটিও প্রিয় নবীজির (সা.) শহর পবিত্র মদীনায়।
আমার দীর্ঘ প্রবাস জীবনের ছয় বছর কেটেছে মুমিনের ঈমানী রাজধানী আলোকিত নগরী সোনার মদীনায়।
মদীনায় থাকার সুবাধে প্রায়ই নবীজির (সা.) মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়। আলহামদুলিল্লাহ্।
একদিন এশার নামাজ পড়ে বাসে করে বাসায় ফিরছি। প্রাইভেট গাড়ির ভাড়া যেখানে 25/30 রিয়াল SAPTCO নামক এই বাসের ভাড়া মাত্র দুই রিয়াল। প্রায়ই আমি এই বাসের যাত্রী হয়। তো সেদিন্ও আমি যাচ্ছিলাম এই বাসে করে।প্রায় 60/70 সীটের এই গাড়ীর মাঝামাঝিতে আমার আসন।
গাড়িটি ছাড়ার ঠিক আগ মুহুর্তে এসে একজন যাত্রী উঠলেন বয়সের ভারে নুয়ে পড়ছেন তিনি । বাসের সবগুলো সীট পরিপুর্ন হয়েও অনেকই দাঁড়িয়ে আছেন। সামনের সারির প্রায় 60/65 বছরের আরেক যাত্রী প্রবীণ লোকটির জন্য তার আসনটি ছেড়ে দিলেন।
দৃশ্যটি আমার নজরে পড়লে আসন ছেড়ে দেওয়া লোকটির হাত ধরে টেনে এনে আমার আসনে বসিয়ে দিলাম।
আমার দুই-তিন সারির পেছনে14/15 বছরের এক বালক এই দৃষ্যটি দেখে এগিয়ে এলেন
জোড়পুর্বক আমার হাত ধরে নিয়ে তার আসনে বসিয়ে দিলেন।
সৌদী বালকের এই অনুকরণীয় দৃষ্টান্ত দেখে আমি অবাক হলাম।
আমি ফিরে গেলাম সেই দেড় হাজার বছর আগে যেখানে আমাদের প্রিয় নবী বলে গেছেন ‘তোমরা ছোটদের স্নেহ আর বড়দের সম্মান করো’।
আসলে ছোটরা বড়দেরকে দেখে দেখেই শিখে, বাবার হাত ধরে মসজিদে যেতে যেতে এক সময় মসজিদমুখী হয়ে যায় সব সময়ের জন্য।
দোকান থেকে বাবার জন্য সিগারেট আনতে আনতে এক সময় সেও আসক্ত হয়ে যায় সিগারেট পানে।
আজকের শিশু আগামীর ভবিষ্যৎ , আসুন আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে নবীজির সুন্দর আদর্শে গড়ে তুলি।
মহান আল্লাহ পাক আমাদের সহায় হোন।