সফল প্রবাসী

সৌদিতে শীতকালীন সবজি চাষ করে সফল প্রবাসী উদ্যোক্তারা

সৌদি আরবের আল খারিজ এলাকায় শীতকালীন শাকসবজি চাষাবাদ করে সফল কৃষি উদ্যোক্তা বনে গেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। মাসে একেক জনের লাভ থাকছে ৫ থেকে ১০ লাখ টাকা। পাশাপাশি বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে ছাগল, ভেড়া ও দুম্বাও।

বাংলাদেশি প্রবাসীদের হাতের ছোঁয়ায় সৌদি আরবের পাহাড় ঘেরা মরুর বুকে এই সবুজ উদ্যান। গাছে গাছে ঝুঁলছে টমেটো, কাঁচা মরিচ, লাউ, মুলাসহ শীতকালীন শাকসবজি।

রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের আল খারিজ এলাকায় এসব ফসলের ফলন হয়েছে প্রবাসী বাংলাদেশিদের হাতে। গ্রীন হাউজের পাশাপাশি খোলা মাঠেও হচ্ছে বাণিজ্যিক চাষাবাদ। এখানকার শীতকালীন শাকসবজি বাণিজ্যিকভাবে হোটেল রেস্তোরাঁয় সরবরাহ ছাড়াও, খুচরা বাজারেও বিক্রি হচ্ছে। অনেকে আবার পরিবারসহ ঘুরতে এসে নিয়ে যাচ্ছেন চাহিদামতো শাকসবজি।

মরুর বুকে বাংলাদেশিদের উদ্যোগে গড়ে ওঠা এসব ফসলি জমিতে কর্মসংস্থান হয়েছে ভারত পাকিস্তান, মিশর ও সুদান থেকে আসা প্রবাসীদেরও।

সৌদি আরবের নাগরিকদের কাছ থেকে এসব জায়গা লিজ নিয়ে শীতকালীন শাকসবজি আবাদের পাশাপাশি বাণিজ্যিকভাবে লালন পালন করা হচ্ছে ছাগল, ভেড়া ও দুম্বাও। প্রতিমাসে বাংলাদেশি মুদ্রায় ৫ থেকে ১০ লাখ টাকা লাভ হচ্ছে বিদেশের মাটিতে কৃষি উদ্যোক্তা হওয়া একেকজন বাংলাদেশির।

আরও সংবাদ

১টি মন্তব্য

Shahadat Hossain শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

অনুগ্রহপূর্বক ইসলামিক অনলাইন মিডিয়া‘র মন্তব্যের নীতিমালা মেনে মন্তব্য করুন। আপনার ই-মেইল ঠিকানা গোপন থাকবে। নামই-মেইল আবশ্যক।

Back to top button