বাংলাদেশ

দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া

চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকেলে ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা তাকে বিদায় জানাতে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

 

খালেদা জিয়ার সাথে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও বাংলাদেশে আসছেন।

 

পরিবারের সদস্যরা ছাড়াও যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির অসংখ্য নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করে।

যুক্তরাজ্য স্থানীয় সময় বিকেল সোয়া চারটার দিকে (বাংলাদেশ সময় সোয়া নয়টা) খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে।

 

কাতারে অল্প সময়ের যাত্রাবিরতি শেষে মঙ্গলবার সকাল দশটার দিকে বিএনপি চেয়ারপারসনের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

 

এদিকে, বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে ঘিরে মঙ্গলবার সকালে ঢাকার বিমানবন্দর এলাকায় বড় ধরনের যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

 

সেই কারণে দুপুর পর্যন্ত ওই সড়কটি যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

এছাড়া খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপির যেসব নেতাকর্মী বিমানবন্দর এলাকায় যাবেন, তাদেরকে মূল সড়কে অবস্থান না দিয়ে ফুটপাতে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।

 

নেতাকর্মীরা কোথায় কোন পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন, সে ব্যাপারে রোববার একটি নির্দেশনা দিয়েছে বিএনপি।

আরও সংবাদ

মন্তব্য করুন

অনুগ্রহপূর্বক ইসলামিক অনলাইন মিডিয়া‘র মন্তব্যের নীতিমালা মেনে মন্তব্য করুন। আপনার ই-মেইল ঠিকানা গোপন থাকবে। নামই-মেইল আবশ্যক।

Back to top button