বাংলাদেশ

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

প্রবাসের বার্তাঅনলাইন ডেস্ক

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটির কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

 

কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

 

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


আরও সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button