বাংলাদেশ

ঢাকার দোহারে “এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং” শাখার উদ্বোধন

ঢাকার দোহার উপজেলায় “এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং” শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা বাংলা বাজারে রমজান আলী কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ এজেন্ট ব্যাংকের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ডেপুটি হেড কাজী শাহাদাব মাশরাফি, ডিজিটাল ব্যাংকিং ম্যানেজার ইশিয়াত ইসলাম খান, হেড অব প্রোডাক্ট সায়মা খান, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিজিটাল ব্যাংকিং এন্ড প্রোডাক্ট সামিউল কবির, রবি আজিয়াটার টেকনোলজি সিনিয়র ডিরেক্টর এমএ সোহেল খান, এবি ব্যাংকের জয়পাড়া শাখার ম্যানেজান মো. আইয়ুব ভুইয়া,বাংলাবাজার ও কার্তিকপুর বাজার এবি ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক আরিফ মৃধা, ম্যানেজার লিয়াকত হোসেনসহ আরও অনেকে।

আরও সংবাদ

মন্তব্য করুন

অনুগ্রহপূর্বক ইসলামিক অনলাইন মিডিয়া‘র মন্তব্যের নীতিমালা মেনে মন্তব্য করুন। আপনার ই-মেইল ঠিকানা গোপন থাকবে। নামই-মেইল আবশ্যক।

Back to top button