কাতারের নাজমায় প্রবাসী বাংলা রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

আমিনুল হক কাজল কাতার প্রতিনিধি
প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশী খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে কাতারের বাণিজ্যিক এলাকা নাজমার আল ফ্যামিলি ফার্মেসির পাশে বাংলাদেশের রকমারি খাবারের সমাহার নিয়ে যাত্রা শুরু করলো প্রবাসী বাংলা রেস্টুরেন্ট। অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন উদ্যোক্তা দিদারুল আলম। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফেনী সমিতির সভাপতি সিআইপি শাখাওয়াত হোসেন খান, ফেনী অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন ও ইউ,এ,ই প্রবাসী এম,এ, করিম।
ব্যবসার উন্নতি, দেশের মঙ্গল ও বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া করেন কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক। মানসম্মত, স্বাস্থ্যকর ও হালাল খাবার পরিবেশনের উপর জোর দিয়ে অতিথিরা বলেন, মহান আল্লাহ সুদকে হারাম করেছেন, আর ব্যবসাকে হালাল করেছেন। তাই হালাল ব্যবসা সর্বদাই বরকতময়। উদ্যোক্তারা নাজমা ও এর পার্শবর্তী এলাকার প্রবাসীদের একবার প্রবাসী বাংলা রেস্টুরেন্ট বন্ধুবান্ধব নিয়ে পরিদর্শন করে সুস্বাদু ও মানসম্মত খাবার উপভোগ করার আহবান জানান। বিপুল সংখ্যক প্রবাসীদের মধ্যে বিনামূল্যে নৈশভোজ প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।