প্রবাসের সংবাদ

কাতারে দিগন্ত এক্সপ্রেস কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উদযাপন

 আমিনুল হক কাজল কাতার প্রতিনিধি

কাতারে অত্যন্ত আড়ম্বরের সাথে স্বনামধন্য বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। কাতারের বাণিজ্যক এলাকা নাজমার এয়ারপোর্ট রোড সংলগ্ন পাঁচ তারকা স্টিগেনবার্গার হোটেলের বল রুমে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগন্ত এক্সপ্রেসের সিইও মোহাম্মদ জসিম উদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল হাসান, বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, কাতার বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ সাবেক সভাপতি রশিদ আহমেদ চৌধুরী। কোম্পানির মার্কেটিং ম্যানেজার ফজলুল হক মাহবুবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, কামাল উদ্দিন ও নূরুল কবির চৌধুরী।

কোম্পানীর বার্ষিক বিবরণী পেশ করেন সিইও’র ব্যক্তিগত সচিব ক্যাথরিনা রোজান্টিনা। অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা, কোম্পানিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের কর্মদক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান এবং ভিডিও চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের সাত বছরের সাফল্য তুলে ধরা হয়।

আরও সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button