প্রবাসের সংবাদ

প্রবাসী লেখক সম্মাননা পেলেন নাঈম সরকার

সৌদি আরবে প্রবাসের গল্প বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবের রাজধানী রিয়াদে শাহাদাত হুসাইন সম্পাদিত প্রবাসীদের বৃহত সংকলন প্রবাসের গল্প সিরিজের সপ্তম সংকলনের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা-২০২৫ স্থানীয় ইয়াসমিন হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এই প্রথম “প্রবাসের গল্প”পাঠক ফোরামের উদ্যোগে প্রবাসী লেখক সম্মাননা শুরু হয়েছে।২০২৫ সালে মোট ১৭ জন লেখককে সম্মাননা প্রদান করা হয়।তার মধ্যে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর  উপজেলার কৃতি সন্তান নাঈম-৭  ট্রাভেল্স এন্ড ট্যুরিজমের কর্নধার নাঈম সরকার  পেয়েছেন প্রবাসী লেখক সম্মাননা পুরস্কার।সম্মাননা পেয়ে নাঈম সরকার তার অনুভূতিতে বলেন আমি মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি। প্রবাসীদের সমস্যা-সম্ভাবনার কথা আরো বেশী করে লিখনীর মাধ্যমে তুলে ধরার প্রত্যায় ব্যাক্ত করে তিনি সবার দুআ চেয়েছেন।প্রবাসের গল্প সিরিজ পাঠক ফোরামের সুন্দর এই আয়োজনের জন্য তিনি ফোরামের সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য:সৌদি আরবের রিয়াদ প্রবাসী শাহাদাত হুসাইন সম্পাদিত প্রবাসের গল্প সিরিজ বইটি প্রতি বছর জাতীয় বইমেলায় প্রবাসীদের হাসি-কান্না,সফলতা-ব্যার্থতার কথা নিয়ে প্রকাশিত হয়।

আরও সংবাদ

মন্তব্য করুন

অনুগ্রহপূর্বক ইসলামিক অনলাইন মিডিয়া‘র মন্তব্যের নীতিমালা মেনে মন্তব্য করুন। আপনার ই-মেইল ঠিকানা গোপন থাকবে। নামই-মেইল আবশ্যক।

Back to top button