
সৌদি আরবের রাজধানী রিয়াদে শাহাদাত হুসাইন সম্পাদিত প্রবাসীদের বৃহত সংকলন প্রবাসের গল্প সিরিজের সপ্তম সংকলনের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা-২০২৫ স্থানীয় ইয়াসমিন হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।এই প্রথম “প্রবাসের গল্প”পাঠক ফোরামের উদ্যোগে প্রবাসী লেখক সম্মাননা শুরু হয়েছে।২০২৫ সালে মোট ১৭ জন লেখককে সম্মাননা প্রদান করা হয়।তার মধ্যে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কৃতি সন্তান রানা ট্যুরস্ এন্ড ট্রাভেল্স এর কর্নধার মুহাম্মাদ রানা খান পেয়েছেন প্রবাসী লেখক সম্মাননা পুরস্কার।সম্মাননা পেয়ে মুহাম্মাদ রানা খান তার অনুভূতিতে বলেন আমি মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি। প্রবাসীদের সমস্যা-সম্ভাবনার কথা আরো বেশী করে লিখনীর মাধ্যমে তুলে ধরার প্রত্যায় ব্যাক্ত করে তিনি সবার দুআ চেয়েছেন।
উল্লেখ্য:সৌদি আরবের রিয়াদ প্রবাসী শাহাদাত হুসাইন সম্পাদিত প্রবাসের গল্প সিরিজ বইটি প্রতি বছর জাতীয় বইমেলায় প্রবাসীদের হাসি-কান্না,সফলতা-ব্যার্থতার কথা নিয়ে প্রকাশিত হয়।