কাতারে সপ্তাহব্যাপী ‘হাবিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর উদ্বোধন

কাতারের রাজধানী থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সেহেলিয়ার একটি উন্মুক্ত প্রান্তরে বৃহত্তর সিলেটের ক্রীড়ানুরাগী প্রবাসী হাবিবুর রহমান হাবিবের পৃষ্ঠপোষকতায় ২৪টি দলের অংশগ্রহণ সপ্তাহব্যাপী ‘হাবিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর উদ্বোধন ঘোষণা হয় করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কাতারস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ,কে,এম, আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি হাসান আহমদ। বিশেষ অতিথি ছিলেন কাতার বিএনপি সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর নুর আজাদ, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আহমদ নবী নোমান, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার-এর সভাপতি ফয়সল আহমদ ও বিশ্বনাথ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুর রব।
অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমদ। প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক একই সাথে দুটি বলে কিক করে খেলার উদ্বোধন করেন ও খেলোয়াড়দের সাথে করমর্দন করেন। উদ্বোধনী ম্যাচে —-দোহা সিটি ক্লাব ওয়ার সংঘ ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম বিজয়ী দল হিসেবে দর্শকদের মনে স্থান করে নেয়।