সৌদি প্রবাসী দালাল ইব্রাহিমের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন
রিয়াদে সৌদি প্রবাসী চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা ০২নং ওয়ার্ডের খন্ডলিয়া পাড়ার সৈয়দুর রহমানের পুত্র ইব্রাহিমের বিরুদ্ধে এই মানববন্ধন ও সাংবাদিক সভার আয়োজন করা হয়।
অভিযুক্ত ইব্রাহিম দীর্ঘদিন ভিসা ব্যবসায়ী প্রবাসে কাজের প্রলোভন দেখিয়ে নারী-পুরুষদের বিদেশে নিয়ে আসে। ভুক্তভোগীদের অধিকাংশই ইব্রাহিমের দাপটে মুখ খুলতে রাজি নয় ফলে নিরব নিভৃত্তে নির্যাতন নিপীড়ন সহ্য করে যাচ্ছে। ক্রমাগত তার এই কার্যকলাপ চরম পর্যায়ে পৌঁছে যায়।ফলে তার মুখোমুখি হয়ে সাহসের সহিত রুখে দাঁড়ান জামাল নামক তার এক প্রতিবেশী। জামালের সাহসিকতায় বেরিয়ে আসে দালাল ইব্রাহিমের ভুয়া ভিসায় পুরুষ ও নারী পাচার, হুন্ডি ও স্বর্ণ ব্যবসা সহ অবৈধ কর্মকান্ড। বেরিয়ে আসে বহু পরিবার থেকে টাকা আত্মসাতের করুন কাহিনী। কাজের জন্য লোক এনে ইকামা ও কাজ না দিয়ে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে নিচ্ছে দ্বিগুণ টাকা যা ডাকাত চক্রের মুক্তিপন কে ও হার মানায়,টাকা না দিলে সহ্য করতে হচ্ছে শারীরিক ও মানসিক নির্যাতন সহ সিআইডির হুমকি ও নানান ধরনের নির্যাতনের কৌশল।
অভিযুক্ত ইব্রাহিম বিরুদ্ধে গনমাধ্যমের সামনে কথা বলেন ভুক্তভোগী রাঙ্গুনিয়া ১৪নং দক্ষিণ রাজানগরের সোনারগাঁও গ্রামের সোনা মিয়ার ছেলে সেকান্দার আলম। সেকান্দার আলম জানান ইব্রাহীম তার কফিল ও সিআইডি দিয়ে গুম করার হুমকি দিয়েছেন।
মুখ খুললেন প্রায় ৪০ হাজার রিয়াল ক্ষতিগ্রস্ত অভিযুক্ত ইব্রাহিমের প্রতিবেশী আবু তাহেরের ছেলে জামাল উদ্দিন। নির্যাতিত পরিবার গুলো ইব্রাহিম কর্তৃক আত্মসাৎ কৃত অর্থ ফেরত সহ বাংলাদেশ দূতাবাস ও অন্তবর্তীকালীন সরকারের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।