খেলাফত মজলিস মালয়েশিয়ার কুয়ালালামপুর শাখার উদ্যোগে সিরাতুন্নবী সা. মাহফিল
খেলাফত মজলিস মালয়েশিয়ার কুয়ালালামপুর শাখার উদ্যোগে আজ বুধবার সন্ধ্যা ৭:৩০টায় স্থানীয় চায়না টাউনের একটি রেস্টুরেন্টে সিরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মালয়েশিয়া শাখার সভাপতি মুহাম্মদ তাসলিম উদ্দিন, ইন্দোনেশিয়া শাখার সভাপতি মাওলানা শায়েখ মাহমুদুল হাসান ফারুকী ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রব।
শাখা সভাপতি আবদুর রব এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম ফারহানের পরিচালনায় উক্ত অনষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের মালেয়শিয়া শাখার সহ-সহ-সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান, কুয়ালালামপুর শাখার সাধারণ সম্পাদক ফখরুল আলম অনিক, মুহাম্মাদ মাছুম বিল্লাহ, মুহাম্মদ আনুয়ার হোসেন, আবু সাইদ, মজনু আহমেদ প্রমুখ।