ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর পৌর কমিটি গঠন

ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন ও পৌর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মুহাম্মাদ সুহাইল আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জসীম উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা মুমিনুল হক ভুইয়া।বক্তব্য রাখেন মাওলানা জাহিদুল ইসলাম,মাওলানা উমর ফারুক রাজু।নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুন ওয়ায়েজ মাওলানা রায়হান উদ্দিন আনসারী,সহ সভাপতি মাওলানা রহমাতুল্লাহ্,সেক্রেটারী আমীর হোসাইন,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল।
বক্তারা বলেন দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে।সাম্য,মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও একটি কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠার লক্ষে দেশের সকল ইসলামী শক্তির ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সবশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।