প্রবাসের সংবাদ

রিয়াদে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে সিলেট ইউনাইটেডকে হারিয়ে ঢাকা কিংসের জয়

নিজ মাতৃভূমি বা জন্মভূমি ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে প্রবাসের মাটিতে অর্থাৎ সৌদি আরবের রিয়াদে এই প্রথম বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে চলমান প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ২০২৫,

২৬ই সেপ্টেম্বর,শুক্রবার ঢাকা কিংসের ৩য় ম্যাচে সিলেট ইউনাইটেডের বিপক্ষে ৮ রানে জয়লাভ করেন ঢাকা কিংস।
নির্ধারিত ১৪ অভারে খেলা হয়,ম্যাচের শুরুতে ব্যাটিং করেন ঢাকা কিংস,২২৮ রানে টার্গেট দেন সিলেট ইউনাইটেডকে।
কিন্তু সিলেট ইউনাইটেড ৬ উইকেট হারিয়ে ২২০ রান করতে সক্ষম হয়,ফলে ৮ রানে জয়লাভ করেন ঢাকা কিংস।

ঢাকা কিংসের ৩য় এই ম্যাচে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ এবং অলরাউন্ড বেষ্ট পারফর্মেন্স করেন পাকিস্তানি আইকনিক প্লেয়ার ”আসাদ শাহ” সে ৪১ বলে ১২১ রান করেন।
ফলে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেয় এবং ম্যাচের রঙ বদলে দেয়।
জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে দর্শক ও সমর্থকদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
মাঠে উপস্থিত ছিলেন ঢাকা কিংসের কর্ণধার জসিম মাহমুদ,প্রধান উপদেষ্টা আনোয়ার হুসাইন,টিম ম্যানেজার হাবিব মোল্লাহ,কোচ তামজিদ পাঠান,টিম ডিরেক্টর আমীর তালুকদার,উপদেষ্টা আরিফ মৃধা,মিডিয়া প্রধান শাহাদাত আল মাহদী সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
তারা সরাসরি মাঠে থেকে জয় উপভোগ করেন, এবং শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকা কিংসের প্লেয়ারদের উৎসাহ দেন এবং পরবর্তী ম্যাচগুলো যেন জয়লাভ করতে পারেন এজন্য সবার কাছে দোয়া চান।

আরও সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button