রিয়াদে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে ঢাকা কিংসের দুর্দান্ত জয়

রিয়াদে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে ঢাকা কিংস
রিয়াদে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ২০২৫ এর ঢাকা কিংসের ২য় ম্যাচে ময়মনসিংহ রয়ালসের বিপক্ষে ৪২ রানে জয়লাভ করেন ঢাকা কিংস।
নির্ধারিত ১৪ অভারে খেলা হয়,ম্যাচের শুরুতে ব্যাটিং করেন ঢাকা কিংস,২০৬ রানে টার্গেট দেন ময়মনসিংহ রয়ালসকে।
কিন্তু ময়মনসিংহ রয়ালস ১৬৪ রান করতে সক্ষম হয়,ফলে ৪২ রানে জয়লাভ করেন ঢাকা কিংস।
ঢাকা কিংসের ২য় এই ম্যাচে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ এবং অলরাউন্ড বেষ্ট পারফর্মেন্স করেন ‘জিসান খান’ সে ৩টি ওইকেট এবং ৮ বলে ২৪ রান করেন।
ফলে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেয় এবং ম্যাচের রঙ বদলে দিয়ে প্রতিপক্ষ ময়মনসিংহ রয়ালসের রান সংগ্রহকে ছোট আকারে সীমাবদ্ধ রাখে।
জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে দর্শক ও সমর্থকদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
মাঠে উপস্থিত ছিলেন ঢাকা কিংসের কর্ণধার জসিম মাহমুদ,ম্যানেজার হাবিব মোল্লাহ,কোচ তামজিদ পাঠান,উপদেষ্টাবৃন্দ এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
তারা সরাসরি মাঠে থেকে জয় উপভোগ করেন, এবং শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকা কিংসের প্লেয়ারদের উৎসাহ দেন এবং পরবর্তী ম্যাচগুলো যেন জয়লাভ করতে পারেন এজন্য সবার কাছে দোয়া চান।