ইসলাম
সৌদি আরবে ঈদুল আজহা ৬ই জুন

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে আগামী ৬ই জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ইন্দোনেশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে শুক্রবার (৬ জুন)
। এ ছাড়া ব্রুনাইয়েও চাঁদ দেখা যায়নি বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে গালফ নিউজ। তাই দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ৭ জুন। গণমাধ্যমটি আরও জানিয়েছে, মালয়েশিয়ায়ও পবিত্র জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় দেশটিতে জিলহজের চাঁদের অনুসন্ধান করা হয়। কিন্তু আকাশের কোথাও চাঁদের দেখা না মেলায় ঘোষণা দেয়া হয়, এ বছরের জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসাবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৭ জুন শনিবার।