প্রবাসের সংবাদ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরেছেন আরও ৬৫ বাংলাদেশি
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৬৫ বাংলাদেশি। বুধবার (৪ ডিসেম্বর) রাতে তারা দেশে ফেরেন। এছাড়া বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ফিরবেন আরও ১০৫ জন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সবশেষ বুধবার রাতে দেশে ফিরেছেন ৬৫ জন। আজ রাতে দেশে ফেরার কথা রয়েছে আরও ১০৫ জনের।
প্রসঙ্গত, লেবাননে সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বাংলাদেশ দূতাবাস, বৈরুত, দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যেসকল প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে। এখন পর্যন্ত কয়েক দফায় লেবানন থেকে দেশে ফিরেছেন ৮০২ জন।