প্রবাসের সংবাদ

অস্ট্রেলিয়া বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জুমান হোসেন:অস্ট্রেলিয়া থেকে

 

 ১৮ মে ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে আজ রবিবার, ১৮ই মে, ২০২৫, সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে এক দোয়া মাহফিল ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: রাশেদুল হক পবিত্র হজব্রত পালনের জন্য নিজের ও পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “আল্লাহ আমাদের যেন এই মহান ইবাদত যথাযথভাবে পালন করার তাওফিক দেন এবং আমাদের হজ কবুল করেন, এই দোয়া সবার কাছে কামনা করছি। বাংলাদেশের জন্য, বিএনপির জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অস্ট্রেলিয়া বিএনপির প্রতিটি নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য পবিত্র কাবাঘরে দোয়া করব, ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথির বক্তব্যে অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বলেন, “সদ্যপ্রয়াত নেতৃবৃন্দের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন এবং পরিবারকে সবর করার শক্তি দেন। যারা হজ্বের জন্য এবছর সৌদি আরব যাচ্ছেন তাদের উছিলায় আল্লাহ আমাদের সবাইকে কবুক করে নিক। বিএনপি একটি পরিবার, সবাইকে একে অপরের পাশে থাকতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে নিউ সাউথ ওয়েলস বিএনপির কমিটি গঠন, নতুন সদস্য সংগ্রহ ও বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মশালার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযোগ্যভাবে পালনের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ন সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ ফেরদৌস অমি বলেন, “সদ্যপ্রয়াত নেতৃবৃন্দের জন্য আমরা দোয়া করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তিনি আরও বলেন, “বর্তমানে অনলাইনে ভয়াবহ প্রপাগান্ডা চালানো হচ্ছে। সবাইকে অনলাইনে আরও সক্রিয় হতে হবে এবং সংগঠনের বিরুদ্ধে চক্রান্তকারীদের মিথ্যাচারের জবাব শক্তভাবে দিতে হবে।” সভাপতির বক্তব্যে এ.এফ.এম. তাওহীদুল ইসলাম বলেন, “আমরা যারা দুনিয়ায় আছি, তাদের দায়িত্ব হলো মৃতদের জন্য দোয়া করা এবং জীবিতদের সঙ্গে সহানুভূতি ও সদ্ভাব বজায় রাখা। সদ্যপ্রয়াত নেতৃবৃন্দের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে জান্নাত নসিব করেন এবং তাদের পরিবারকে এই শোক সইবার তাওফিক দেন।

একইসাথে আমরা হজ্বযাত্রী ভাইদের কাছে বিএনপি পরিবার এবং বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উম্মাহের জন্য দোয়া চাই। আপনারা আরাফার দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছের সুশীতল ছায়ায় দাড়িয়ে আমাদের সবার জন্য দোয়া করবেন” পরবর্তীতে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী নেতৃবৃন্দের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক ও তার পরিবার, অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি ফয়জুর চৌধুরী ও সেলিম লকিয়ত এবং অন্যান্য সকল হজযাত্রীদের জন্যও দোয়া করা হয়। একই সাথে সদ্যপ্রয়াত বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শাখার নেত্রী জাফরীন আহমেদ, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান তুহিনের ভাগিনা কাওসার আহমেদ রাজু, বিএনপি তাসমানিয়া শাখার আহ্বায়ক মাহফুজুর রহমানের জননী জাকিয়া আখতার এবং অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি মো. কামাল হোসেনের পিতা জনাব আব্দুস সামাদ সরকারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়া বিএনপির কোষাধ্যক্ষ এ.কে.এম. মঞ্জুরুল হকের পরিচালনায় দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। প্রথমত, বিএনপি নিউ সাউথ ওয়েলস (NSW) শাখার নতুন কমিটি গঠনের বিষয়ে মতবিনিময় ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন সংগ্রহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রমেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও কার্যক্রম প্রসঙ্গে অগ্রগতির বিস্তারিত আলোচনা হয়। তৃতীয়ত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নিয়ে পরিকল্পনা গৃহীত হয়—যা আগামী ১লা জুন ২০২৫ (রবিবার) অনুষ্ঠিত হবে।

 অনুষ্ঠানে  বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি সেলিম লোকিয়ত, ফয়জুর চৌধুরী, মোবারক হোসেন, আশরাফুল আলম, মাহফুজুর রহমান, সরোয়ার কামাল চৌধুরী, সিনিয়র যুগ্ন সম্পাদক, ইলিয়াস কাঞ্চন শাহীন, ইয়াসির আরাফাত সবুজ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুকী নাদিম, হাসনা হেনা, সেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান তুহিন, যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ফারুক হোসেন খান, অস্ট্রেলিয়া বিএনপির প্রচার সম্পাদক শরিফুল ইসলাম শিবলী, সহ দপ্তর সম্পাদক রেজওয়ানুর রহমান রুপন, মো: বাদশা বুলবুল, সহ উক্ত অনুষ্ঠানে অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button