কাতারে বৃহত্তর সিলেট জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের দোয়া মাহফিল
আমিনুল ইসলাম কাতার থেকে

কাতারের রাজধানীর দোহার আমানুল্লাহ রেস্টুরেন্টের হলরুমে সদ্য প্রয়াত কাতারস্থ সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার শাখার সভাপতি হাসান আহমেদের পিতা মরহুম খলিলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ফয়সাল আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে কাতারস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ঐক্য পরিষদ।
কাতার বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন করেন সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি রেজাউল করিম রেজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতার বিএনপির নেতা আব্দুর নূর আজাদ, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম এর সভাপতি আহমদ নবী নোমান, মৌলভী বাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সেলিম খান, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম সাধারণ সম্পাদক সিয়াম খাঁন, সহ-সভাপতি ফয়েজ আহমেদ, বিএনপি নেতা শাহেদ আহমদ সাদ, আশরাফ আহমদ, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সম্পাদক শাহিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, জাকারিয়া আহমদ ও জয়নাল আবেদিন আসলাম। আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মাহবুবুর রহমান মাষ্টার ও ইকবাল হোসেন। দোয়া মাহফিলে কাতারস্থ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।