প্রবাসের সংবাদ

কাতারে আলনূর সেন্টারের মাসব্যাপী কুরআন শিক্ষার সমাপনী উৎসবে পুরস্কার বিতরণ

আমিনুল হক কাজল:কাতার প্রতিনিধি

আলনূর সেন্টারের মাসব্যাপী কুরআন শিক্ষার সমাপনী উৎসবে পুরস্কার বিতরণ পুরো রমজান মাসব্যাপী প্রবাসীদের কুরআন শিক্ষা ও শরীয়াহ কোর্সের সমাপনী অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করে আলনূর কালচারাল সেন্টার কাতার।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের মহা-পরিচালক প্রকোশলী শোয়াইব কাশেম। স্বাগত ভাষণ দেন নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। সেন্টারের গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক আমিনুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ, বিশেষ অতিথি হাফেজ ক্বারী মোহাম্মদ ইউসুফ ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা শুয়াইব।

হাফেজ ক্বারী ইব্রাহিম প্রধান ও মাওলানা মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে তিনশত ছাত্রদের মধ্যথেকে বাছাই করে ষোলজন শিক্ষার্থীকে পুরস্কার ও আটজন শিক্ষককে উপহার প্রদান করা হয়। হাফেজ মাওলানা আবদুল্লাহ মুসআব এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং প্রধান অতিথির দোয়ার পর ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক প্রকৌশলী জাহেদুল ইসলাম, প্রকৌশলী মনিরুল হক, সহকারী পরিচালক প্রকৌশলী নিয়াজ মুর্শেদ খান, অর্থ-সম্পাদক সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা, ইফতার ব্যবস্থাপক রাকিবুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরও সংবাদ

মন্তব্য করুন

অনুগ্রহপূর্বক ইসলামিক অনলাইন মিডিয়া‘র মন্তব্যের নীতিমালা মেনে মন্তব্য করুন। আপনার ই-মেইল ঠিকানা গোপন থাকবে। নামই-মেইল আবশ্যক।

Back to top button