প্রবাসের সংবাদ

স্বেচ্ছাসেবক দলের ভিক্টোরিয়া শাখার কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুমান হোসেন:অস্ট্রেলিয়া থেকে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া, মেলবোর্ন শাখার উদ্যোগে ২৩/০৩/২০২৫ইং রবিবার বিকেল ৫.৩০ ঘটিকায় মেলবোর্ন বাংলাদেশী অধ্যুশিত এলাকা ফুটস ক্রে, মধুমতি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া মেলবোর্ন শাখার আহ্বায়ক মোঃ রহমত উল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল রব এর পরিচালনায় নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব এস এম জিলানী, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন জনাব রাশেদুল হক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন জনাব ইয়াসিন আলী সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দিয়েছেন জনাব নাজমুল হাসান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দিয়েছেন জনাব মোঃ অমি ফেরদৌস আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক( যুগ্ম সম্পাদক পদমর্যাদা) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ মশিউর রহমান তুহিন আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখা, জনাব জাহিদুর রহমান সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখা। আরো বক্তব্য দেন জনাব আরিফ খান সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া, জনাব ওমর শরীফ শিহান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিক্টোরিয়া, জনাব আগা আরেফিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিক্টোরিয়া।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার সভাপতি মোঃ রহমত উল ইসলাম এবং সদস্য সচিব আব্দুর রব সহ যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলমগীর কবির চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন আলান, যুগ্ম আহ্বায়ক আসলাম তালুকদার এবং অন্যান্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তাগণ গত জুলাই আন্দোলনে প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে যে প্রতিরোধ গড়ে তুলেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে তার ভুয়সী প্রশংসা করেন এবং প্রবাসে থেকেও জাতীয়তাবাদী দলের প্রতি এই অকৃত্রিম ভালবাসার জন্য বার,বার ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তাগণ আরো বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্ম সংযমের মাস,এই মহিমান্যিত মাসে আমরা নিজেদের কে পরিশুদ্ব করার সুবর্ণ সুযোগ রয়েছে সুতরাং সময় কে ভালো কাজে ব্যয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর সু-স্বাস্হ্য দীর্ঘায়ু কামনা করেন।

 

আরও সংবাদ

মন্তব্য করুন

অনুগ্রহপূর্বক ইসলামিক অনলাইন মিডিয়া‘র মন্তব্যের নীতিমালা মেনে মন্তব্য করুন। আপনার ই-মেইল ঠিকানা গোপন থাকবে। নামই-মেইল আবশ্যক।

Back to top button