প্রবাসী বাংলাদেশিদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল

আমিনুল হক কাজল দোহা কাতার প্রতিনিধি।
গতকাল অনুষ্ঠিত আল ওকারার উন্মুক্ত স্থানে অস্থায়ী তাবুতে ৮০০ প্রবাসী বাংলাদেশীদের সম্মানে কাতার আওক্বাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রমজান মাহফিল ও ইফতার। সভাপতিত্ব করেন আওক্বাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিন যায়িদ সেন্টারের ইসলামী সংস্কৃতি বিভাগের পরিচালক ডক্টর আহমদ আত্ তাহহান। প্রধান অতিথি ছিলেন কাতারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শোয়াইব কাশেম। অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আওক্বাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ইমাম,খতিব ও ওয়ায়েজ হাফেজ মাওলানা ইউসুফ নূর। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল আহবায়ক নিয়াজ মোর্শেদ খানের নেতৃত্বাধীন একটি শক্তিশালী আহবায়ক কমিটি।
স্বেচ্ছাসেবক দেলের নেতৃত্বে ছিলেন ক্বারী ইব্রাহিম প্রধান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অধ্যাপক আমিনুল হক, প্রকৌশলী জাহিদুল ইসলাম, রাকিবুল হক, প্রকোশলী মনিরুল হক ও সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা ও প্রকৌশলী আবদুল মুকিত। বক্তব্য রাখেন মাওলানা জসিম উদ্দিন মাশরুফ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ আল রাফি ও মাওলানা আবদুল আলীম আজহারী। পবিত্র কুরআন তেলাওয়া ও ইসলামী প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। হাফেজ মাওলানা আব্দুল্লাহ মুসয়াবের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে মাহফিল সূচনা হয় ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষক শোয়াইব আহমদের দোয়ার মধ্যদিয়ে মাহফিল সমাপ্ত হয়। কমিউনিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু শামা, প্রকৌশলী আবু রায়হান, শফিকুল ইসলাম তালুকদার বাবু, সোলাইমান খান, মাহবুবুর রহমান বাবু, আবুল কাশেম, আহমদ নবী নোমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, সাফওয়ান নূর,ইয়াকুব খান, আহসান উল্লাহ হাসান, মাওলানা বাহাউদ্দিন প্রমুখ।