প্রবাসের সংবাদ
কাতারে আলনূরের রমজান মাস ব্যাপী কুরআন প্রশিক্ষণ, শরীয়াহ কোর্স ও ইফতার মাহফিলের উদ্বোধন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি
রাজধানীর দোহা জাদিদ ইবনে হাজম জামে মসজিদে আলনূর কালচারাল সেন্টার এর রমজান মাস ব্যাপী বিনামূ্ল্যে কুরআন প্রশিক্ষণ ও শরীয়াহ কোর্স ও ইফতার মাহফিলের উদ্বোধন সম্পন্ন হয় শুক্রবার বিকালে। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, সংগঠনের সভাপতি প্রকৌশলী শোয়েব কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অলেমে দ্বীন হাফেজ মুফতি ফরিদ আহমদ, হাফেজ আনোয়ারুল ইসলাম, হাফেজ মাওলানা জসিম উদ্দিন মাশরুফ, হাফেজ মাওলানা তাজউদ্দিন আহমদ।
প্রধান বক্তা ছিলেন আলনূরের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইউসুফ নূর। স্বাগত বক্তব্য রাখেন আলনূরের গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ও অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক আমিনুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলনূরের সংস্কৃতি বিভাগের পরিচালক আবু রায়হান, কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম মোল্লা, সফিকুল ইসলাম তালুকদার বাবু, কুরআনের শিক্ষক মাওলানা হুসাইন আহমদ ও মাওলানা শাফায়াত হোসাইন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক হাফেজ মাহদি হাসান ও হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোসআব। হাফেজ মুফতি ফরিদ আহমদের কুরআন মশকের মধ্যদিয়ে পুরো রমজান মাসব্যাপী আলনূরের কুরআন ও শরীয়া শিক্ষা কোর্সের উদ্বোধন হয়।
রাষ্ট্রদূত মনে করেন ১৪বছরের ঐতিহ্যবাহী এ সংগঠনের নেতৃবৃন্দ একটি মহৎকাজে প্রবাসীদের সম্পৃক্ত করার পাশাপাশি প্রতিদিন ইফতার ও রাতের খাবার পরিবেশেনের মধ্যদিয়ে ৩০০ শতাধিক কর্মহীন প্রবাসীদের সেবায় নিজেদের সম্পৃক্ত করছেন। এটি একটি অনুকরণীয় উদ্যোগ। আশাকরি বিত্তবান প্রবাসী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠন আলনূরের উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পারেন বা নিজেরা এমন উদ্যোগ নিয়ে প্রবাসীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নিশ্চিত করতে পারেন।