পারমাণবিক অস্ত্রের সতর্কতা দিলেন শেহবাজ শরীফ

প্রবাসের বার্তা অনলাইন ডেস্ক:
রাতের অন্ধকারে হামলাকে ভারতের কাপুরুষোচিত হামলা হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। পার্লামেন্ট অধিবেশনে শেহবাজ শরীফ স্মরণ করিয়ে দেন যে- পাকিস্তান এরই মধ্যে প্রমাণ করে দিয়েছে তারা একটি পারমাণবিক এবং প্রচলিত অস্ত্রের শক্তিধর দেশ। তিনি বলেন, ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি পাকিস্তানের যুদ্ধবিমান। তা সত্ত্বেও তারা ভারতের ৫টি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে। এটা প্রচলিত যুদ্ধ। যারা বলেন পাকিস্তানকে প্রচলিত যুদ্ধে পিছনে ফেলেছে ভারত তাদের জানা উচিত আমরা একই সঙ্গে পারমাণবিক এবং প্রচলিত অস্ত্রে সমৃদ্ধ। তিনি আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনী শত্রুদের বিমানকে সমুদ্রে ছুড়ে ফেলতে সর্বদা প্রস্তুত। পাঁচদিন আগে ভারত রাফালে যুদ্ধবিমান কেনা নিয়ে উল্লাস প্রকাশ করেছে। তারপর সেখান থেকে যুদ্ধের আকারে এগুলো উড়ে এসেছিল। কিন্তু আমাদের বিমানবাহিনী ছিল প্রস্তুত।
এ সময় দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য তিনি বিমানবাহিনী প্রধান জহির বাবরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। শেহবাজ শরীফ আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ভারতের ৮০টি যুদ্ধবিমান পাকিস্তানের ৬টি শহরকে টার্গেট করে। কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। কিন্তু পাকিস্তান সংযম প্রদর্শন করেছে। ভারতের ৭৫টি যুদ্ধবিমান আক্রমণ চালায়। তার মধ্যে মাত্র ৫টিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। ওদিকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারতের হামলার জবাবে পাকিস্তান সংযম প্রদর্শন করেছে। হামলায় ভারতের ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান অংশ নেয়।
এ হামলাকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। পার্লামেন্টে তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, তাদের যদি সাহস থাকতো তাহলে দিনের বেলা যুদ্ধ ঘোষণা করতো। তারা আমাদের সেনাদের মুখোমুখি দাঁড়াতো। তারা রাতের অন্ধকারে হামলা চালিয়েছে। সারাবিশ^ এর নিন্দা জানাচ্ছে। তিনি ভারতের এ হামলাকে যুদ্ধ বলে অভিহিত করেন। বলেন, এর জবাব দেয়ার অধিকার পাকিস্তান রাখে। তিনি স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা বার বার বলেছি আমাদের হাত পরিষ্কার। আমরা সব অভিযোগের পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি করি। তিনি আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে, সুনির্দিষ্ট আত্মরক্ষা করেছে। ভারতের হামলায় জৈশ ই মোহাম্মদীর প্রধান মাসুদ আজহারির পরিবারের সদস্যরা নিহত হওয়ার খবর ভিত্তিহীন বলে তা উড়িয়ে দেন বিলাওয়াল। তিনি বলেন, এটা ভুয়া খবর। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের। স্থানীয় নিরপেক্ষ এবং অনুমোদিত সাংবাদিকরা এ রিপোর্টকে প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন, ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত মিথ্যা গল্প বানায়।