আন্তর্জাতিকপ্রবাসের সংবাদ

সৌদি আরবে তীব্র শীত এবং বৃষ্টি, জমে উঠেছে বাংলাদেশীদের গরম কাপড়ের বাজার।

মরুভূমির দেশ সৌদি আরবে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে,সেখানে সম্প্রতি কিছু অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে শূন্যের ঘরে।

বয়ে যাচ্ছে তীব্র শীত। দেশটিতে এখন তীব্র শীত এবং বৃষ্টিপাত হচ্ছে।

সৌদি আরবের তাবুক,আল জৌফসহ পুরো উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে তুষারপাত এবং এর বাইরে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনাসহ দেশটির অধিকাংশ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহের পাশাপাশি ভারী এবং মাঝারি মাত্রার বৃষ্টিপাত হয়েছে।
মক্কা ও মদিনায় ইতোমধ্যে সতর্কতা সংকেত জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)।

গত কয়েকদিনের শৈত্যপ্রবাহের কবলে পড়ে তাপমাত্রা কমে যাওয়ায় সৌদিতে দিন দিন বেড়েই চলেছে শীতের প্রকোপ।শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে বেড়েছে গরম কাপড়ের বাজার।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণি বিতান,হাট-বাজারসহ বিভিন্ন অলি-গলিতে গরম পোশাকের বিক্রির ধুম পড়েছে। বিশেষ করে জ্যাকেট, সোয়েটার, ক্যাপ, মোজাসহ শীতের হরেক রকমের পোশাকের বেচাকেনায় ব্যস্ত
বাংলাদেশী ব্যবসায়ীরা।
রাজধানী রিয়াদের বাথা বাংলাদেশী মার্কেটসহ
সৌদি আরবের বেশ কিছু জায়গায় রয়েছে বাংলাদেশীদের গরম কাপড় বিক্রির বাজার।
সেখানে ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। সন্ধ্যার পর থেকে দোকানগুলোতে বিক্রি বেড়ে যায়।
সোয়েটার, জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, মোজা, মাফলার পাওয়া যায়। এসব পোশাক থেকেই বাছাই করে নিজেদের চাহিদামতো পোশাক কিনছেন প্রবাসীরা। বাংলাদেশীসহ বিভিন্ন দেশের
নাগরিকরা এখান থেকে কেনাকাটা করেন।

সৌদি আরবে এবার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হতে পারে।
১৯৯২ সালে শীতকালে সৌদি আরবে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছিল।
ওই বছর জানুয়ারি মাসে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর হাইলে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল অত্যন্ত বিরল। পুরো সপ্তাহে তাপমাত্রা মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছিলো।
গত ডিসেম্বরের ২০ তারিখের পর থেকে এখন পর্যন্ত দেশটির আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে ৩৩ বছর আগের সেই রেকর্ড ভেঙে যাওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) আগেই সতর্কতা জারি করে জানিয়েছিলো সামনের দিনগুলোতে দেশটির তাবুক, আল জৌফসহ পুরো উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে তুষারপাত ঘটবে। এর বাইরে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনাসহ দেশটির অধিকাংশ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহের পাশাপাশি ভারী এবং মাঝারি মাত্রারবৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়াও আসির, জাজান, আল বাহা, মক্কা, রিয়াদ, পূর্বাঞলীয় প্রদেশে ভারী ও মাঝারি বর্ষণের পাশাপাশি ঘণ কুয়াশা ও তুষারপাত
এবং সর্বনিম্নতাপমাত্রার নতুন রেকর্ড দেখতে হতে পারে বলে উল্লেখ করা হয়েছিলো।

 

আরও সংবাদ

মন্তব্য করুন

অনুগ্রহপূর্বক ইসলামিক অনলাইন মিডিয়া‘র মন্তব্যের নীতিমালা মেনে মন্তব্য করুন। আপনার ই-মেইল ঠিকানা গোপন থাকবে। নামই-মেইল আবশ্যক।

Back to top button