কাতারে পুরাতন গানমে আকাশ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন
আমিনুল হক কাজল কাতার প্রতিনিধি
প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশী খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে কাতারের বুকে বাংলাদেশের রকমারি খাবারের সমাহার নিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন আকাশ রেস্টুরেন্ট। কাতারের রাজধানী দোহার পুরাতন গানিমে নুজুম বিডি হাইপার মার্কেটের নিকটে দুই বিনিয়োগকারী আহমদ মালেক ও শফিকুল আম্বিয়াকে সাথে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী সালাহউদ্দিন আহমদ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সাবেক সভাপতি কফিল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি আবদুল ওদুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন আহমেদ দুলাল, কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক সহ আরও অনেকে। ব্যবসার উন্নতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়ার পর উদ্বোধন অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রেস্টুরেন্টের পক্ষ থেকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।